গোবিন্দগঞ্জে ইউপি সদস্য সহ ৮ জন করোনা শনাক্ত

0
114

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউপি সদস্য সহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবারে এই দুইজন সহ মোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত ইউপি সদস্যের নাম এনামুল হক। তিনি উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের বাসিন্দা। অপরব্যক্তি উপজেলার সাপমারা ইউনিয়নের বাসিন্দা। তবে তার পরিবার নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

সর্বশেষ করোনা শনাক্ত দুইজনের পরীক্ষা বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে করা হয়।

উল্লেখ্য, শুক্রবারে করোনা শনাক্ত হওয়া ৮জন সহ উপজেলায় মোট করোনা আক্রান্ত ২০ জন।