আকস্মিক শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার ফলে চরম দুর্ভোগে তজুমদ্দিনের মানুষ

0
82

মোহাম্মদ তন্ময়ঃ তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: মাঘ মাসের শুরুতেই দেশের অনেক অঞ্চলের মানুষ কনেকনে শীতে জন-যীবন পাড় করছে। তার জের ধরে, সোমবার (১৮ই-জানুয়ারী) ভোর ৬টা হতে ভোলার বিভিন্ন উপজেলার সাথে তজুমদ্দিনেও আকস্মিক শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার চাদরে ঢেকে যায় পুরো অঞ্চল। পরে সকাল সাড়ে দশটায় দিকে আশিংক সূর্যের আলো দেখা মিললেও সারাদিন আকাশ মেঘলা বিরাজমান রয়েছে।

এদিনে ভোলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এসময়, পুরো এলাকায় ঘন কুয়াশা থাকায় ও সূর্যের দেখা না মেলায় খেটে খাওয়া মানুষজন কাজকর্মও বিঘ্ন ঘটে। উপজেলার চাঁচড়া ও আড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুন্তপূর্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বেশ জরুরি কাজে রাস্তায় ‘লাইট’ জ্বালিয়ে কিছু সংখ্যক যানবাহন চলছে।

অটোরিক্সা চালক ‘মোঃ জসীম’, তরঙ্গনিউজ-কে জানান, আজ এই বছরের প্রথম ব্যাপকহারে ঘনকুয়াশা ও কনকনে শীত অনুভুব করছি। তাছাড়া একজনের জরুরি কাজে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু এতো ঘনকুয়াশা কাছাকাছি কিছুই দেখা যাচ্ছে না। এজন্য লাইট জ্বালিয়ে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি।

এলাকার বয়স্ক মানুষের ভোঙ্গান্তীর পাশাপাশি অনেকের কাজে, খেত-খামারে ও নদীতে যেতে পারে নাই বলে জানান দিনমজুর আয়ের মানুষ।