অবশেষে স্বপ্ন পূরণ হলো পশ্চিম ইলিশার সেই বিধবা হালিমার

0
86

ইয়ামিন হোসেন: একটি ঘর পেতে বিধবা হালিমার আকুতি এই শিরোনামে বহুল প্রচারিত অনলাইন তরঙ্গ নিউজে গত ১৫ই ডিসেম্বর একটি সংবাদ প্রকাশিত হয় এবং সরজমিন থেকে ওই কুঁড়েঘর নিয়ে ভোলার বাণীর ফেইজে লাইভ করেন এই প্রতিবেদক, ওই বিষয়টি নজরে নেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে হতদরিদ্র মানুষের জন্য বিশেষ বরাদ্দকৃত একটি সেমি পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযারী গত ১১ জানুয়ারী থেকে পশ্চিম ইলিশা ৭নং ওয়ার্ডের সেই বিধবা হালিমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়।

বিধবা হালিমার ঘরের পাশে ইট, বালি ও সিমেন্ট নিয়ে রাজমিস্ত্রিরা কাজ শুরু করলে আবেগেআপ্লুত হয়ে যান হালিমা, নামাজ পড়ে দুইহাত তুলে দোয়া করেন, হালিমার পাশে থাকা সকল সমাজ কর্মীদের।

এই প্রতিবেদক কে হালিমা জানান, আমি কতটা খুশি হয়েছি বুঝাতে পারবো না, যাদের পরিশ্রমে আমি ঘর পেয়েছি তাদের সবার জন্য দোয়া করি।