অভিমান করে ৩২ দিন আত্নগোপন, ছেলেকে খুঁজে বাবার হাতে তুলে দিলো পুলিশ

0
88

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল গ্রাম থেকে বাবার সাথে অভিমান করে রাহাত নামে ২২ বছর বয়সী এক যুবক ৩২ দিন পূর্বে বাড়ী ত্যাগ করেন। বাবা আমির হোসেন ছেলেকে খুঁজে না পেয়ে গত ১২ ডিসেম্বর সিরাজদিখান থানায় একটি নিখোঁজ ডাইরী করেন। যার নং-৬৮৩।

পরে গৃহীত নিখোঁজ ডাইরী হাতে নিয়ে সিরাজদিখান থানার এস,আই রিপন মিয়া ওই যুবকের খোঁজে নেমে পরেন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এস,আই রিপন মিয়া জানতে পারেন নিখোঁজ ওই যুবক মুন্সিগঞ্জ জেলা কারাগার এলাকায় অবস্থান করছেন। তথ্য অনুযায়ী গতকাল বুধবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে সেখানে অভিযান পরিচালনার মাধ্যমে যুবক রাহাতকে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসা হয় এবং যুবককে তার বাবার হাতে তুলে দেন।

এ সংক্রান্তে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস,এম জালাল উদ্দিন জানান। বাবার সাথে অভিমান করে রাহাত নামের ওই যুবক বাড়ি থেকে চলে যায়। পরে বাবা এসে থানায় জিডি করেন। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে মুন্সীগঞ্জ থেকে ওই যুবককে উদ্ধার পূর্বক বাবা আমির হোসেনের কাছে তার ছেলেকে বুঝিয়ে দেই।