মার্কিন যুদ্ধ-মেশিন বন্ধ করার এখনই সময়: ইরান

0
83

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুদ্ধকামী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের রুখে দাঁড়ানোর এখনই সময়। যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের স্মরণ করার দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছে। মে মাসের শেষ সোমবার মার্কিন সরকার এই দিন পালন করে থাকে।

ইরানি মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়েছে, মার্কিন সরকারগুলোর লোভ ও অযৌক্তিক যুদ্ধের কারণে আমেরিকার এক লাখ সেনা দুঃখজনকভাবে নিহত হয়েছে। মার্কিন যুদ্ধ-মেশিনগুলো নিতান্তই মানুষ হত্যা, ধ্বংস ও বর্বরতা চালিয়েছে।”

আমেরিকার জন্মের সঙ্গে যুদ্ধের ইতিহাস জড়িত। দেশটি উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রক্তক্ষয়ী বর্বরতা চালিয়েছে। আধুনিক ইতিহাসে মার্কিন সামরিকতন্ত্রের চরম বহিঃপ্রকাশ ঘটেছে ভিয়েতনাম যুদ্ধে। ওই যুদ্ধে ৫৮ হাজার ২০৯ সেনাসহ ৪২ লাখ মানুষ নিহত হয়েছিল। এত ক্ষয়ক্ষতির পরও মার্কিন সরকার কোনো শিক্ষা নেয় নি বরং ২০০১ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়। পার্সটুডে