কালিহাতীতে উপসর্গ ছাড়াই দুইজন করোনায় আক্রান্ত, ৯ বাড়ী লকডাউন

0
80

আশিকুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে উপসর্গ ছাড়াই নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই পুরুষ। তারা দুজনেই কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের বাসিন্দা। তাদের একজন (৪৮) বছর বয়সী ও অপরজন (৩৫)বছর বয়সী। এ ঘটনায় ওই দুইজনের বাড়িসহ মোট ৯ টি বাড়ি লকডাউন করেছে কর্তৃপক্ষ।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান।

জানাযায়, আক্রান্ত দুজনেই ঢাকার একটি চিপস কোম্পানিতে চাকরি করতো। পরে তারা ঈদের ছুটিতে গত (১৪ মে) সেখান থেকে তাদের গ্রামের বাড়িতে আসে। ছুটি কাটিয়ে করোনা পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যেতে বলায় গত ২২ মে তারা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২৩ মে নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে দেয়। পরে সোমবার (২৫ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে আক্রান্ত ওই দুইজনের বাড়ি সহ মোট ৯ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বর্তমানে তারা দুজনেই সুস্থ্য থাকায় আপাতত হোম আইসোলেশনে থাকবে বলেও জানাযায়।

Author