‘ভয়াবহ’ পরিস্থিতির শঙ্কা, পাকিস্তানে কঠোর হতে পারে লকডাউন

0
115

প্রাণঘাতী করোনা ভাইরাসে পাকিস্তানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় ফের লকডাউন জারি হতে পারে। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা এই সতর্ক বার্তা দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী ডা. জাফর মির্জা সোমবার বলেন, পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তিনি নাগরিকদের সরকারের দেওয়া স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সেইসঙ্গে সতর্ক করে জানান, পরিস্থিতি খারাপ হতে থাকলে আবার কঠোর লকডাউন জারি হবে।

তিনি বলেন, আমি নাগরিকদের সর্তক করছি আপনারা সতর্কতামূলক ব্যবস্থা মেনে না চললে এই সংকট ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হবে।

এই মাসের শুরুর দিকে পাকিস্তানে লকডাউন শিথিল করা হয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৫৭ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ১ হাজার ১৯৭ জন। বর্তমানে দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু।বিবিসি, ডন।