পিঙ্ক বল টেস্টে ২৪৪ রানেই গুটিয়ে গেল ভারত

0
247

দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস৷ দ্বিতীয় নতুন বলে ভয়ংকর হয়ে ওঠা অজি পেসারদের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা৷ প্রথম দিনের শেষ সেশনে নতুন বল নিয়ে ৯ ওভারে দুই উইকেট তুলে নেওয়ার পর শুক্রবার দিনের শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে ফেলে অজি পেস অ্যাটাক৷ ২৪৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস৷

১৮৮ রানে তিন উইকেট ছিল ভারতের৷ কিন্তু বিরাট কোহলির রান-আউটের পর ভারতীয় ইনিংস ধস নামে৷ তারপর মাত্র ৫৬ রান যোগ করে শেষ সাতটি উইকেট হারায় ভারত৷ সুতরাংক কোহলির রান-আউটের পরই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া৷ এদিন মাত্র ৪.১ ওভারে ভারতীয় ইনিংসের শেষ চারটি উইকেট তুলে নেন অজি বোলাররা৷ বৃহস্পতিবার স্কোরের সঙ্গে এদিন মাত্র ১১ রান যোগ করে ভারত৷

এদিন ৬ উইকেটে ২৩৩ রান নিয়ে খেলা শুরু করে ভারত৷ ক্রিজে নামে দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (৯) ও রবিচন্দ্রন অশ্বিন (১৫)৷ কিন্তু এদিন প্রথম ওভারেই অশ্বিনকে প্যাভিলিয়নে ফেরান প্যাট কামিন্স৷ আগের দিনের স্কোরেই অর্থাৎ ব্যক্তিগত ১৫ রানেই আউট হন অশ্বিন৷ এর পর জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক৷ প্রথমে ঋদ্ধিমান সাহা এবং তারপর উমেশ যাদবকে প্যাভিলিয়নের পথ দেখান বাঁ-হাতি অজি পেসার৷ দু’জনেই আগের দিনের স্কোরে আউট হন৷ ভারতীয় ইনিংসের শেষ উইকেটটি নেন কামিন্স৷

স্টার্ক ও কামিন্সরে সাঁড়াশি আক্রমণে দ্রুত গুটিয়ে যায় ভারতীয় ইনিংস৷ অজি পেসারদের মধ্যে সফলতম বোলার স্টার্ক৷ ৫৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন বাঁ-হাতি অজি পেসার৷ আর বিশ্বের এই মুহর্তের এক নম্বর বোলার কামিন্স নেন তিনটি উইকেট৷ ২১ ওভার বোলিং করে মাত্র ৪৭ রান খরচ করেন কামিন্স৷

ভারতীয় ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন কোহলির৷ ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে অজিঙ্ক রাহানের ভুল কলে রান-আউট হন বিরাট৷ একটা সময় মনে হচ্ছিল, সহজেই তিনশো রানের গণ্ডি টপকে যাবে টিম ইন্ডিয়া৷ কিন্তু কোহলি প্যাভিলিয়নের ফেরার পরই বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন অজি পেসাররা৷ তারপর দ্বিতীয় নতুন বল নিয়ে মাত্র ৫৬ রান খরচ করে ভারতীয় ইনিংসকে শেষ করে দেন অজি বোলাররা৷

বিদেশের মাটিতে প্রথম ডে-নাইট টেস্টে টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে শুরুটা ভালো না-হলেও চেতেশ্বর পূজারা (৪৩), ক্যাপ্টেন কোহলি (৭৪) এবং ভাইস-ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের (৪২) লড়াইয়ে ম্যাচে ফিরেছিলেন ভারত৷ বিরাট ও রাহানের দুরন্ত পার্টনারশিপে ম্যাচের রাশ ভারতের হাতে ছিল৷ কিন্তু বিরাট রান-আউট হয়ে প্যাভিলিয়নের ফেরার পরই ম্যাচের মোড ঘুরে যায়৷