নান্দাইলের খারুয়ায় হাজী হাসিম উদ্দিন ( রহ:) স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন

0
111

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ মদীনাতুল উলুম মাদ্রাসা খারুয়া এর প্রতিষ্ঠাতা, দায়ী ও মুবাল্লিগ মরহুম হাজী হাসিম উদ্দিন ( রহ:) এর মাগফিরাত কামনায়, তারই স্মৃতি সরূপ, খারুয়া মাদ্রাসায় একটি পাঠাগার গত ১৬ ই ডিসেম্বর চালু করা হয়েছে।

খারুয়া মদীনাতুল উলুম মাদ্রাসার ছাত্র – শিক্ষকদের তত্বাবধানে প্রতিষ্ঠিত এ পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী হাসিম উদ্দিন ( রহ:) সুযোগ্য সন্তান, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা কাজী আব্দুস সাত্তার। মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল হক৷ পাঠাগার আন্দোলন কর্মী ও আলোর ভুবন পাঠাগার সভাপতি ফয়জুল হক। আল কারীম ইসলামী পাঠাগার সভাপতি মাওলানা তারিক জামিল। তরুণ সাংবাদিক এইচ এম সাইফুল্লাহ। ঢাকাস্থ নান্দাইল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা। রক্তযোদ্ধা শাহ আলম। সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক শুভ। মাস্টার আমিনুল ইসলাম, স্থানীয় আলেমদের মধ্যে মাওলানা সাদ্দাম হোসেন, মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাজী সোহরাব উদ্দিন প্রমূখ।

এছাড়াও মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্রবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাঠাগারটি সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।