খুলনার হয়ে ফাইনাল খেলা হচ্ছে না সাকিবের

0
103

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে পৌঁছেছে জেমকন খুলনা। আর এই ফাইনালেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না দলটি। শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় আজ মঙ্গলবার রাতেই ঢাকা ছেড়ে যেতে হচ্ছে তাকে। এমন তথ্য দিয়েছে খুলনার টিম ম্যানেজমেন্ট।

খুলনার ম্যানেজার নাফিস ইকবাল  বলেছেন, ‘সাকিবকে গতকাল রাতেই হোটেল ত্যাগ করতে হয়েছে। সাকিবের শ্বশুর বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কালকে ম্যাচের পর সাকিব আমাকে জানায়, তার শ্বশুরের অবস্থা ভালো নয়। তখন এটা আমরা আমাদের ফ্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলেছি। অবশ্যই পরিবার আগে। তাই আমাদের এটা নিয়ে কোনও সমস্যা ছিল না।’

তিনি আরও জানিয়েছেন, ‘সাকিব কালকে হোটেল ছেড়ে বাসায় চলে গেছে। আজকেই তার ফ্লাইট। আমরা জেমকন পরিবার তার শ্বশুরের জন্য দোয়া করছি, যেন দ্রুত সুস্থ হয়ে উনি ফিরে আসেন। সাকিবের ভ্রমণ শুভ হোক।’

অবশ্য গতকালই ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে খুলনা করেছিল ২১০ রান। যেখানে সাকিব ব্যাট হাতে ১৫ বলে করেছেন ২৮ রান। এর পর কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৬৩ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম। সেখানে বল হাতেও অবদান ছিল সাকিবের। ৩২ রানে নিয়েছেন একটি উইকেট। বাংলা ট্রিবিউন