মেয়েদের আইপিএলে দুর্দান্ত ফিল্ডিংয়ে ভাইরাল চানতম

0
91

মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে এসেই ইতিহাস তৈরি করেছিলেন নাতাকান চানতম। থাইল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের আইপিএলে সুযোগ করে নেন তিনি। ট্রেলব্লেজার্সের হয়ে খেলা সেই তারকা ফাইনালে দুর্দান্ত ফিল্ডিংয়ে সবার নজর কেড়েছেন।

দারুণ দক্ষতায় বাউন্ডারি বাঁচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন ২৪ বছর বয়সী চানতম। যে ভিডিও ছড়িয়ে পড়েছে। সবাই প্রশংসা করছে চানতমর দক্ষতার।

সোমবার শারজায় অনুষ্ঠিত ফাইনালে সুপারনোভাসের বিপক্ষে ব্যাট করতে নেমে কোনো রান করতে পারেননি চানতম। তবে ফিল্ডিং করার সময় দ্বিতীয় ওভারেই শরীর ছুড়ে বাউন্ডারি বাঁচান।

সুপারনোভাসের ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। সোফির ওভারের প্রথম ডেলিভারি জেমাইমা রডরিগজের ব্যাটের কানায় লেগে থার্ডম্যান বাউন্ডারির দিকে যাচ্ছিল। শর্ট থার্ড ম্যান থেকে বলের পেছনে ধাওয়া করেন চানতম। বল যখন বাউন্ডারি লাইন ছুঁতে চলেছে, ঠিক সেই সময়ে মরিয়া ডাইভ দেন তিনি। হাত দিয়ে বল ফ্লিক করে নিশ্চিত বাউন্ডারি বাঁচান।

সেই ফিল্ডিংয়ের ভিডিও-ই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসিত হচ্ছেন থাইল্যান্ডের নারী ক্রিকেটার চানতম। তার দল ট্রেলব্লেজার্সও প্রথমবার মেয়েদের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে।