ফ্রান্সে বিশ্বনবী (স.) কে অবমাননার প্রতিবাদে রাঙ্গাবালীতে ইমামদের বিক্ষোভ সমাবেশ

0
95

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা:) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার চালিতাবুনিয়া ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সকল ইমাম ও খতিব গণ অংশগ্রহণ করেন।

এসময়,বক্তারা বলেন,আমাদের প্রিয় নবী নবীকুল শিরোমণি হযরত মুহম্মদ (সাঃ) কে ফ্রান্সের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছেন, এটা আমরা মুসলমানরা কোনদিন মেনে নেব না। আমাদের শরীরের একফোঁটা রক্ত থাকা পর্যন্ত।

চালিতাবুনিয়া ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাওলানা মোঃমামুন, মাওলানা মোঃ মিরাজ গাজী হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট কে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এর সাথে সাথে সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান।