হাঙরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী

0
133

স্বামী পড়েছেন হাঙরের কবলে। সন্তানসম্ভবা হয়েও বসে থাকতে পারেননি তার গর্ভবতী স্ত্রী; ঝাঁপ দিলেন সাগরে। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন স্বামীকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিস এলাকার সাগরে সম্প্রতি ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

স্থানীয় পুলিশ বলেছেন, অ্যান্ড্রু চার্লস এডি নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি ফ্লোরিডার সোমব্রেরো প্রবাল প্রাচীরে স্লোরকেলিংয়ে নামেন। কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গে হাঙরের আক্রমণের মুখে পড়েন তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় পাশেই ছিলেন এডি সন্তানসম্ভবা স্ত্রী মার্গট ডিউকস-এডি। হাঙ্গরের পৃষ্ঠীয় পাখনা দেখতে পান তিনি। রক্তে লাল হয়ে যাচ্ছিল পানি। স্বামীকে বাঁচাতে বিনা দ্বিধায় ঝাঁপ দেন মার্গট।

পরে হাঙরকে হটিয়ে স্বামীকে নৌকায় টেনে তোলেন মার্গট। অন্যরা কল দেন ফ্লোরিডার জরুরি নম্বার ৯১১ এ। পরে হেলিকপ্টারে করে মায়ামির একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় এডিকে। হাঙরের আক্রমণে ঘাড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

উদ্ধারকারী রায়ান জনসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, যখন তারা হাসপাতালে পৌঁছায় তখন এডির অবস্থা খুব জটিল ছিল।

এডি ও মার্গট থাকেন জর্জিয়ায়। ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় বেড়াতে এসেছিলেন তারা। যখন এডি হাঙ্গরের মুখে পড়েন তখন পরিবারের অন্য সদস্যরা পাশেই স্নোরকেলিং করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি হাঙর দেখতে পেয়েছেন। সেটা সম্ভব বুল শার্ক প্রজাতির।

হাঙরের আক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে শীর্ষে ফ্লোরিডার উপকূল। ২০১৯ ওই এলাকায় ২১ বার হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে।