টাঙ্গাইলে নারীর প্রতি বৈষম্য, মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

0
104

আশিকুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি : নারীর প্রতি বৈষম্য, মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের
সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে (বিসি/টিআইপি) প্রোগ্রাম টাঙ্গাইল ইউনিট আয়োজিত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাস্তবায়নে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সভা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

সভাপটি পরিচালনা করেন (বিসি/টিআইপি) প্রোগ্রাম টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার মো: আব্দুল গনি আলরুহী। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।