বিএনপির গায়ে পড়ে কেউ ঝগড়া করলে ছাড় দেওয়া হবে না: হুমায়ুন কবির সোপান


ইয়ামিন হোসেন,ভোলা: স্বৈরাচার হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর সামনে ভোলায় একমাত্র গোলাম নবী আলমগীর ছাড়া অন্য কোন দলের প্রার্থীরা বুক পেতে দেয়নি।
দুঃসময়ে এবং যেদিন নুরে আলম, রহিম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। সেদিন অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের বিভীষিকার ওই মুহূর্তে একমাত্র আলহাজ্ব গোলাম নবী আলমগীর দু-হাত উঁচিয়ে বুক পেতে দিয়ে বলছে, আমার কর্মীদের আগে আমাকে গুলি করুন।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন নির্বাচনী সমন্বয়কারী আলহাজ্ব হুমায়ুন কবির সোপান।
রবিবার সন্ধ্যায় ৩নং ওয়ার্ডের উঠান বৈঠকে তিনি আরো বলেন, আজ অনেক দলের অনেক প্রার্থীরা নিজেদের বিভিন্ন ভাবে উপস্থাপন করেন কিন্তু গত ১৭ বছরে ভোলার আন্দোলন-সংগ্রামে ছিলো এমন একটা দৃষ্টান্ত দেখাতে পারবে?
বিএনপি নেতাকর্মীরা জীবনবাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করে হাসিনা কে বিতারিত করেছে।
হুমায়ুন কবির সোপান বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হবে না, এখন মানুষ সচেতন। মানুষ এখন সবই জানে এবং বুঝে। আমরা বিএনপির নেতাকর্মীরা ভদ্র-নম্র আমরা কারো সাথে গায়ে পড়ে ঝগড়া করবো না কিন্তু গায়ে পড়ে ঝগড়া করতে চাইলে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোপান বলেন, বিএনপি আপনাদের ভোটে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে নির্বাচিত করার লক্ষ্য কাজ করুন।
উঠান বৈঠকে বিএনপির নেতা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন ও যুবদল নেতা সামিম আল মামুনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সহ- সমন্বয়কারী লুকু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, সহ-সভাপতি কামরুল মিয়া, সিরাজ সিকদার।
আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দল নেতা মোহাম্মদ উল্লাহ টুলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান হাজারী, সাংগঠনিক সম্পাদক হোসেন জমাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলাউদ্দিন বেপারী, যুবদল নেতা জিয়া ফরাজী, ছাত্রদল নেতা, সানাউল্লাহ, যুবদল নেতা মোঃ শরীফ রহমান, মাইনউদ্দিন হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল ডিলার, উপজেলা সমবায় দল এর সভাপতি মোঃ দুলাল, বিএনপি নেতা মঞ্জুর আলম, মোঃ আলামিনপ্রমুখ।



