বাগেরহাট
মোংলায় বিরল প্রজাতির তহ্মকসহ এক পাচারকারী আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করেছ কোস্টগার্ড।
শনিবার(০৬ ডিসেম্বর) রাতে ৮ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মুহসিন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় মোংলা বাস স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



