জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা: অধ্যক্ষ আশরাফুল হক


মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : সংসদীয় আসন ঢাকা-১৮, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, জামায়াতে ইসলামী হলো সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরির কারখানা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ৬৫ জন সংসদ সদস্য জামায়াত থেকে নির্বাচিত হয়েছে এবং ২ জন মন্ত্রী ৩টি মন্ত্রণালয় চালিয়েছেন। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। সুতরাং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।
আজ শুক্রবার (০৫ ডিসেম্বর, ২০২৫) উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেতে পৃথক জনসংযোগ ও
নির্বাচনী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এসব কথা বলেন।
রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানার জামায়াতের ইসলামীর উদ্যোগে এই পৃথক ৩টি বিশাল নির্বাচনী জনসংযোগ ও গণমিছিলের আয়োজন করেন।
জামায়াতে ইসলামীর (মিডিয়া সেল) সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর উত্তরখান চৈতি গার্মেন্টের সামনে থেকে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরখান পূর্ব থানার আমীর ও ৪৫ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সামছুল কবির বাহার এর পরিচালনায় একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক জননেতা মো: জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণখান উত্তর থানা আমীর মাওলানা মোস্তাকিম আলম, উত্তরখান পশ্চিম থানা আমীর মাওলানা নিজাম উদ্দিন, ৪৬ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন রায়হান, উত্তরখান পূর্ব থানা নায়েবে আমীর তাজুল ইসলাম, দক্ষিণ উত্তর থানা সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তরখান পশ্চিম থানা সেক্রেটারি আ: রহমান আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
এদিকে দক্ষিণখানে আজ শুক্রবার বাদ জুমা দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাঈদ ও পরিচালনা করেন দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনেওয়াজ। গণমিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চল পরিচালক জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান উত্তর আমীর মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমীর ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম আমীর শেখ নিজাম উদ্দিন, খিলক্ষেত পূর্ব আমীর মিকাঈল ইসলাম, বিমানবন্দর আমীর এনামুল হক শিপন। তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, জাকিরুল ইসলাম, আজিজুল ইসলাম সজিব, তারিক হাসান প্রমুখ।
এছাড়া একইদিন আজ শুক্রবার বাদ আছর খিলক্ষেত বোর্ডঘাট এলাকা থেকে থানা আমীর হাসনাইন আহমেদ এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ সলিমুল্লাহ এর পরিচালনায় এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম প্রমুখ ।



