ময়মনসিংহ

বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নান্দাইলে মানববন্ধন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির অভিযোগ এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম-উলামা, ছাত্র-জনতা, নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সকাল থেকেই মানববন্ধনে যোগ দিতে ভিড় করতে থাকেন স্থানীয়রা। কর্মসূচিতে বক্তারা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী যেকোনো বক্তব্য বা আচরণ সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলাম নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাশেমী, সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন মোছাঈদ। বক্তারা বলেন, ধর্মীয় অবমাননার মতো সংবেদনশীল ঘটনায় ন্যায়বিচার না হলে সমাজে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই এ বিষয়ে উদাসীনতা বরদাশত করা হবে না।

আয়োজক নেতারা আরও জানান, দাবি আদায়ে আন্দোলন করা নাগরিকের অধিকার হলেও উসকানি, বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানান তারা। শান্তিপূর্ণভাবে অবস্থান রেখে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় সমস্যার সমাধান চান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান। পুরো কর্মসূচি ঘিরে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ