টাঙ্গাইল

তারেক রহমানের অনুপ্রেরণায় মধুপুরে পুষ্টিকর খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার:“গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। দিনটি ছিল শুধু একটি সামাজিক আয়োজন নয়, এটি ছিল মায়েদের প্রতি এক গভীর শ্রদ্ধা, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক দায়িত্ববোধের প্রতীক।

মধুপুরের মির্জাবাড়ী, দুর্গাপুর ও পৌর এলাকার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খাদ্যবিতরন অনুষ্ঠানে কর্নেল আজাদ তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ। একটি জাতি তখনই শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে যখন তার মায়েরা সুস্থ, সবল ও মানসিকভাবে প্রফুল্ল থাকেন। তিনি বলেন, আমাদের মা-বোনেরা সারা জীবন পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। বড় মাছ-মাংস সন্তানদের ও স্বামীদের জন্য রেখে তারা নিজেরা তরকারির ঝোল দিয়ে ভাত খান। কিন্তু গর্ভাবস্থায় তাঁদের পাতে বড় মাছ না তুলে আমরা যদি নিজেদের পাতে রাখি, তাহলে সেটি মানবিকতার পরাজয়। এই সময় মায়েদের যত্ন নেওয়া মানে জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করা। তাঁর কণ্ঠে ছিল মমতা ও দৃঢ়তার মিশ্রণ “আমাদের মায়েরা জাতির কারিগর, তাঁদের সুখ-দুঃখ, পুষ্টি ও হাসিই নির্ধারণ করে ভবিষ্যতের প্রজন্ম কতটা শক্তভাবে দাঁড়াবে। অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন গর্ভবতী মায়েদের হাতে চাউল, ডাল, ডিম,সয়াবিন তেল,লবন বড় সাবান ইত্যাদি পুষ্টিকর খাবার এবং দুধ খাওয়ার জন্য অর্থ তুলে দেন লে.কর্নেল আজাদ।

কর্নেল আজাদ আরও বলেন, আমি যা করছি এটি কেবল শুরু, বাকিটা আপনাদের নিতে হবে। আমার সামর্থ্য যতটুকু, আমি সেইটুকু দিয়েই মায়েদের মুখে হাসি ফোটাতে চাই। তিনি বলেন, গর্ভাবস্থায় মায়ের পুষ্টি নিশ্চিত করা মানে ভবিষ্যতের বাংলাদেশকে সুস্থ রাখা। ডিম, তেল, চাল, সাবান হয়তো বড় কিছু নয়, কিন্তু এই ছোট জিনিসগুলোই একেকজন মায়ের মুখে হাসি এনে দিতে পারে। তাঁর ভাষায় ছিল এক গভীর আত্মপ্রত্যয় “আমরা হয়তো শহরের সুবিধা পাই না, কিন্তু মন থেকে যদি ভালোবাসা দিতে পারি, তাতেই বড় কাজ করা সম্ভব।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত স্থানীয় গর্ভবতী নারীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এক গর্ভবতী নারী বলেন, “আজাদ সাহেবের এই উদ্যোগে আমরা মুগ্ধ। আগে কেউ আমাদের এমনভাবে ভাবেনি। তিনি শুধু খাদ্য দেননি দিয়েছেন সম্মান ও ভালোবাসা। ষাটোর্ধ্ব এক প্রবীণও বলেন, আমার জীবনে প্রথমবার দেখলাম কেউ গর্ভবতী নারীদের জন্য এমন আয়োজন করল। আগে কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ এমন কিছু ভাবেননি। আজাদ সাহেব আমাদের এলাকায় এক নতুন ইতিহাস তৈরি করেছেন।

কর্নেল আজাদ বলেন, আমি দেখেছি, গ্রামীণ নারীরা সচেতন হলেও পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য অনেকের নেই। ফলে তাঁরা নিজের ও গর্ভের শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেন। জন্মের আগেই শিশুরা পুষ্টিহীনতায় ভোগে, যার প্রভাব পড়ে তাদের মানসিক বিকাশে। শহরের শিশুদের তুলনায় আমাদের গ্রামের সন্তানরা মেধায় পিছিয়ে যাচ্ছে কারণ আমরা শুরুতেই তাদের দুর্বল করে ফেলছি। তিনি বলেন, “আমাদের এই উদ্যোগ আসলে সেই অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ। আমি চাই, মধুপুর-ধনবাড়ীর প্রতিটি মায়ের গর্ভ যেন শক্তির প্রতীক হয়ে ওঠে, পুষ্টিহীনতার প্রতীক নয়।

তিনি আরও বলেন, “আমার এই কাজের প্রেরণা এসেছিল আমাদের প্রিয় নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। তাঁর অসহায়দের প্রতি ভালোবাসা ও মানবিক দৃষ্টিভঙ্গিই আমাকে উদ্বুদ্ধ করেছে। তিনি সবসময় বলেছেন, জনগণের জন্য কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। আমি তাঁর আদর্শ থেকেই শিখেছি মানুষের পাশে দাঁড়াতে। কর্নেল আজাদ বলেন, “আমি চাই আমাদের গ্রামের শিশুরাও যেন শহরের শিশুর মতো আত্মবিশ্বাসী, বুদ্ধিমান ও প্রতিযোগিতামূলক হয়ে বেড়ে উঠতে পারে। আর সেটি সম্ভব তখনই যখন আমরা মায়ের হাসি ফিরিয়ে আনতে পারব, গর্ভবতী মায়েরা পুষ্টি পাবে, সুস্থ থাকবে, মানসিক শান্তিতে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,মধুপুর পৌর সভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান,বিএনপি নেতা মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। দিনটি যেন পরিণত হয়েছিল এক মানবিক উৎসবে। মায়েদের চোখের উজ্জ্বলতা, কৃতজ্ঞতার হাসি এবং নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় চারদিক ভরে উঠেছিল এক ধরনের আশাবাদী আলোয়।

কর্নেল আজাদ আবেগভরে বলেন, “আমার স্বপ্ন, একদিন এই মধুপুরে কোনো মা যেন অভাবে ভোগ না করেন, কোনো শিশু যেন পুষ্টিহীনতার কষ্ট না পায়। আমরা সবাই যদি একসঙ্গে এগিয়ে আসি, তাহলে এই দেশকে সুস্থ প্রজন্ম উপহার দিতে পারব। তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, “আমি যতটুকু পারি করছি, বাকিটা সমাজ করবে। কারণ আমি বিশ্বাস করি মায়ের মুখে হাসি থাকলেই সন্তানের মুখে আলো জ্বলে, আর সেই আলোই আলোকিত করবে আগামী দিনের বাংলাদেশ।

মধুপুরের আকাশে সেদিন যেন ভেসে বেড়াচ্ছিল এক নতুন প্রতিশ্রুতির সুর মানবতার, মমতার, আর ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। কর্নেল আজাদের হাতে গর্ভবতী মায়েদের হাতে খাদ্য সামগ্রী তোলার সেই মুহূর্ত যেন বলছিল “মায়ের প্রতি ভালোবাসাই মানবতার শ্রেষ্ঠ রূপ।”

এই বিভাগের আরও সংবাদ