নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ২ আসনঃ বিএনপির মনোনয়ন পেলেন নজরুল ইসলাম আজাদ

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দলের পরীক্ষিত নেতা নজরুল ইসলাম আজাদকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্তে আড়াইহাজারের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

​দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির শক্ত ঘাঁটি ধরে রাখতে আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জানা যায়, তিনি দলের দুঃসময়ে বারবার হামলা-মামলার শিকার হয়েও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। মূলত, স্থানীয় রাজনীতিতে তাঁর ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিবেচনা করেই দল তাঁকে বেছে নিয়েছে।

​দলের একজন সিনিয়র নেতা জানান, “আড়াইহাজারে আজাদ সাহেবের একটি ক্লিন ইমেজ রয়েছে। তিনি জনগণের নেতা, তাঁর মনোনয়ন মানেই দলের একতার প্রতীক। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”

​আজাদের মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তাঁরা মনে করছেন, এই মনোনয়নের ফলে ভোটের মাঠে দলের পক্ষে জোরালো হাওয়া বইবে এবং আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।

​উপজেলা যুবদলের একজন কর্মী বলেন, “আমরা সেই নেতার হাতে ধানের শীষ দেখতে পেলাম, যিনি সব সময় আমাদের পাশে ছিলেন। ইনশাল্লাহ, এবার আড়াইহাজার থেকে বিপুল ভোটে আমরা আজাদ সাহেবকে বিজয়ী করে খালেদা জিয়াকে এই আসন উপহার দেবো।”

​মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আজাদ এখন দ্রুত নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার অর্থনৈতিক বৈষম্য, গ্যাস সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি তাঁর প্রচারণায় মূল ইস্যু হিসেবে থাকবে বলে জানা গেছে।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে নারায়ণগঞ্জ-২ আসন সব সময়ই গুরুত্বপূর্ণ। আজাদ-এর মনোনয়নের মধ্য দিয়ে এই আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় নির্বাচনের সম্ভাবনা তৈরি হলো।

এই বিভাগের আরও সংবাদ