জাতীয়

মুন্সীগঞ্জ- ২ আসনের মনোনয়ন পেলেন মিজানুর রহমান সিনহা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

আজ সোমবার সন্ধ্যায় দলের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির তরফ থেকে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে ‍মুন্সীগঞ্জ-২ আসনের জন্য বাছাই করা হয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনটি লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা নিয়ে গঠিত।

বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ১৯৯০ সালে বিএনপিতে যোগদান করেন। পরে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২০২০ সালের জানুয়ারি মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা ও মা নূরজাহান সিনহা। হামিদুর রহমান বাংলাদেশের ঔষধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। মিজানুর রহমান সিনহা নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।

তিনি ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরও সংবাদ