নারায়ণগঞ্জ

র‍্যাবের অভিযানে রূপগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লিখন রাজঃ গাজীপুরের গাছা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর একটি সফল অভিযানে রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়েছে।

আসামী আব্দুল লতিফ, পিতা- সরোজ আলী, সাং- উত্তর বিস্মিউড়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা নং ৪৫(০৭)০৫ অনুযায়ী আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপিপি) আওতাধীন গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানটি পরিচালনা করেন র‍্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, বিপিএম। তার নেতৃত্বে র‍্যাব সদস্যরা গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি ব্যবহার এবং মানব গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারের সময় আসামি আব্দুল লতিফ তার পরিচয় গোপন রেখে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যদের পেশাদারিত্ব ও কৌশলী অভিযানের ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের বিষয় স্বীকার করেছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব জানায়, আদালতের রায়ের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকলেও অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরকাল পালিয়ে থাকতে পারে না।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ প্রসঙ্গে র‍্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম বলেন, “অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ