কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার। উদ্ভোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

এসময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান। উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে তৈরি হয় এক অনন্য উচ্ছ্বাস। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে সম্পৃক্ত করা যায়।

এই বিভাগের আরও সংবাদ