যশোর

শার্শার ইছামতী নদীতে মৎস্য শিকারীর বড়শিতে উঠলো ১৬ কেজির পাঙ্গাশ

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বিল্লাল হোসেন ও আব্দুর রহিম নামে দুই বন্ধু মিলে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছে।

রোববার(২রা নভেম্বর) সকালে দু’বন্ধু মিলে বাড়ি থেকে আঁধা কিলোমিটার দূরে ইছামতী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে হুইলের বড়শিতে টান অনুভব করে। পরে মাছটা খেলিয়ে খেলিয়ে ৩জন মিলে যখন ডা্ঙায় তোলে তখন তাদের চক্ষু চড়কগাছ। মাছটা দেখার সাথে সাথে নদীর পাড়ে ভিড় জমে যায়। কেউ কেউ বলেন মাছের ওজন ২০ কেজির মত হবে। কেউ বলেন ১৮ কেজি। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটি আনা হয়। এবং মাছটি ১৬ কেজি ওজন হয়। এক পর্যায়ে উপস্থিত লোকজন ৩০০ টাকা কেজি দরে মাছটি কেটে ভাগ করে নেন।

মৎস্য শিকারী বিল্লাল হোসেন (২৫) অগ্রভুলোট গ্রামের রুহুল কুদ্দুসের ও আব্দুর রহিম (২২) একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তারা দুজনে পরস্পরের বন্ধু।

বিল্লাল হোসেন জানায়, তারা প্রতিদিনই হুইল ছিপ নিয়ে ইছামতী নদীত মাছ শিকার করতে যায়। কিন্ত এই প্রথমবার তাদের হুইলে ১৬ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়ে। তারা বলে এবছর নিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান,নদীতে বা উন্মুক্ত জায়গায় বড়শি দিয়ে মাছ ধরা আইনগত কোন বাধা নেই। এতো বড় পাঙ্গাশ মাছ উজানের পানিতে ভেসে আসতে পারে। এ উপজেলার কোন মৎস্য খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয়না।মাছগুলো ভারতের বিভিন্ন এলাকা থেকে ভেসে আসছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ