বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আত্মপ্রকাশ


কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এই শাখা কাজ করবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার লক্ষ্যে, শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া শহরের খেয়া রেস্টুরেন্টে আত্ম প্রকাশের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল হোসেন ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজীব, কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন, ঝিনাইদহ জেলা কমিটির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জানারুল ইসলাম জয়, সহকারী সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহকারী প্রচার সম্পাদক রিমন দেওয়ান, কুষ্টিয়া জোন কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি শাজাহান আলী সাজ্জাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান বিপ্লবসহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পরে ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি প্রকাশ করা হয়, এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমেদ আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে ইলেকট্রনিক্স খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কুষ্টিয়া জেলার ব্যবসায়ীদের এই উদ্যোগ প্রশংসনীয়।
এসময় জেলার নবাগত সভাপতি বলেন, ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি গ্রাহকদেরও মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করবে।
এই সংগঠনটি সারা দেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে ইলেকট্রনিক্স খাতে ব্যবসায়ীদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে কাজ করবে বলে জানানো হয়।



