উল্লাপাড়ায় সেরাজেম থ্যারাপি সেন্টারের উদ্বোধন


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কৃষকগঞ্জ বাজারে উল্লাপাড়ার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এ,আর জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় বক্তারা বলেন জায়েদা জামাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কোরিয়া হইতে আমদানীকৃত উচ্চমান সম্পন্ন মেশিন দ্বারা থ্যারাপি সেবা কার্যক্রম পরিচালিত হবে। সেই সাথে বক্তারা আরও বলেন সেরাজেম ডিভাইস একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহায়ক যন্ত্র। মেরুদন্ড জনিত যে কোন ব্যাথা ও সমস্যা থেকে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখতে সেরাজেম ডিভাইস থ্যারাপির বিকল্প নেই।
সেরাজেম এর মেশিন দক্ষিন কোরিয়ার
বিশ্বমানের প্রোডাক্ট হিসেবে নির্বাচিত হওয়ায় সেরাজেম এর সকল গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উদ্বোধন অনুষ্ঠানে ান্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিএমসি জেনারেল হাসপাতাল মাটির ডালি বগুড়ার পরিচালক, মোঃ নাজমুল আলম, বেলকুচি, সোগুনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, মোঃ আব্দুস সামাদ আজাদী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



