শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা, অভিযুক্ত আটক


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।
জানা যায়, ১মাস পূর্বে নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের পুত্র মিশু গাড়ী চালক আব্দুল করিম সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে থেকেই নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ তানজিলা বাবার বাড়ীতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।
গত ২৭ অক্টোবর সোমবার রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীণ অবস্থায় করিমের মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত নারী পুরুষ করিমের বাড়ীতে ভীড় করছে।



