ঘুষ নিয়ে শুকরিয়া আদায় করলেন ভোলার বিআইডব্লিউটিএ কমকর্তা


ইয়ামিন হোসেন,স্টাফ রিপোর্টারঃ অবৈধ বাল্কহেড থেকে গুনে গুনে ঘুষ নিয়ে শুকরিয়া আদায় করতে দেখা গেছে ইলিশাঘাটে দায়িত্বশীল ট্রাফিক সুপারভাইজার রকিব হাসান নামের এক কমকর্তার।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, রকিব হাসান তিনটি বাল্কহেড আটক করেছে। তাদের কাগজপত্র ত্রুটি থাকায় এ কমকর্তা কে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।
পরবর্তীতে ট্রাফিক সুপারভাইজার রকিব হাসান বলতে শোনা যায়, পুলিশ ধরলে তো ১০/১৫ হাজার টাকা দেন। আমাদের বেলায় টাকা থাকে না। আমরা তো আপনাদের মামলা দেই না।
পরবর্তীতে বাল্কহেড এর একজন স্টাফ আরো কিছু টাকা বাড়িয়ে দিলে রকিব বলেন, এ ভাবে মানুষকে মানুষ টাকা দেয় গুছিয়ে দিন।
এ বিষয়ে রকিব হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনটি অবৈধ বাল্কহেড আটক করি। পরবর্তীতে তারা কিছু খরচাপাতি দিয়েছে।
এ বিষয়ে ভোলা নদীবন্দর কমকর্তা শহিদুল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উনাকে শোকজ করা হয়েছে।



