ভোলা

ভোলায় পুলিশ দেখে ব্যাগভর্তি গাঁজা রেখে পালালেন মালিক

ভোলা প্রতিনিধি: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে ব্যাগভর্তি ৪ কেজি গাঁজা রেখে পালিয়ে গেলেন মালিক।ঘটনাটি ঘটেছে ৩রা নভেম্বর দুপুরে ইলিশা লঞ্চ ঘাট এলাকায়।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ তাজীব ইসলাম বলেন, প্রতিদিনের মত আমাদের টিম ইলিশা লঞ্চ ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এক পর্যায়ে দেখা যায় একটি ব্যাগ লঞ্চ ঘাটের পাশে পড়ে আসে। ব্যাগটি নতুন এবং ভিতরে কি যেন আছে। পরবর্তীতে ব্যাগটি খুলে দেখা যায় গাঁজার প্যাকেট।

ধারণা করা হচ্ছে, আমাদের অভিযানের আভাস পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে ব্যাগটি রেখে পালিয়ে গেছে।

এই বিভাগের আরও সংবাদ