ইয়ামিন হোসেন,স্টাফ রিপোর্টারঃ অবৈধ বাল্কহেড থেকে গুনে গুনে ঘুষ নিয়ে শুকরিয়া আদায় করতে দেখা গেছে ইলিশাঘাটে দায়িত্বশীল ট্রাফিক সুপারভাইজার রকিব হাসান নামের এক কমকর্তার।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, রকিব হাসান তিনটি বাল্কহেড আটক করেছে। তাদের কাগজপত্র ত্রুটি থাকায় এ কমকর্তা কে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।
পরবর্তীতে ট্রাফিক সুপারভাইজার রকিব হাসান বলতে শোনা যায়, পুলিশ ধরলে তো ১০/১৫ হাজার টাকা দেন। আমাদের বেলায় টাকা থাকে না। আমরা তো আপনাদের মামলা দেই না।
পরবর্তীতে বাল্কহেড এর একজন স্টাফ আরো কিছু টাকা বাড়িয়ে দিলে রকিব বলেন, এ ভাবে মানুষকে মানুষ টাকা দেয় গুছিয়ে দিন।
এ বিষয়ে রকিব হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনটি অবৈধ বাল্কহেড আটক করি। পরবর্তীতে তারা কিছু খরচাপাতি দিয়েছে।
এ বিষয়ে ভোলা নদীবন্দর কমকর্তা শহিদুল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উনাকে শোকজ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com