জাতীয়

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। বেবিচক থেকে এ বিষয়ে বিমানবন্দরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকেল ও ফুট পেট্রোল বাড়ানো এবং মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখতে বলা হয়েছে।

এছাড়া প্রতিটি বিমানবন্দরে পর্যাপ্ত জনবল রাখা, অগ্নিনিরাপত্তা ও সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে—

  • কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
  • বিমানবন্দরে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
  • নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে।
  • প্রবেশ ও প্রস্থান পথে র‌্যান্ডম নিরাপত্তা তল্লাশি চালাতে হবে।
  • যাত্রী, লাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশি আরও কঠোর করতে হবে।
  • বিমানবন্দরের সংবেদনশীল এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল দিতে হবে।
  • স্ক্যানার, মেটাল ডিটেক্টর ও সিসিটিভির মতো সরঞ্জাম প্রতিদিন পরীক্ষা করে সচল রাখতে হবে।
  • দায়িত্ব পালনের আগে নিরাপত্তা কর্মীদের নিয়মিতভাবে ব্রিফিং দিতে হবে।
  • কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে।
  • গ্যাস, বৈদ্যুতিক লাইন ও স্থাপনাসমূহ নিয়মিত পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
  • বিমানবন্দরের অগ্নি প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা সর্বক্ষণ সচল রাখতে হবে।

এই বিভাগের আরও সংবাদ