প্রকাশিত সংবাদের প্রতিবাদ


আমি মোঃ বাবুল ফকির, পিতা: মৃত আলিম উদ্দিন ফকির, গ্রামঃ সিংদই, পোস্ট: সিংরই, নান্দাইল, ময়মনসিংহ। গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার দৈনিক নিরপেক্ষ, দৈনিক আলোকিত সকাল, দৈনিক জাহান, দৈনিক স্বদেশ সংবাদ সহ কিছু অনলাইন পত্রিকায় “নান্দাইলে ব্যক্তিমালিকানাধীন ও সরকারী খাস জমি জোরপূর্বক দখল করে মাছ চাষের অভিযোগ” শিরোনাম ছাপানো আমরা নামে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
একটি অসাধু চক্র আমার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক, ভুয়া ও বানোয়াট তথ্য ছড়িয়ে নানাভাবে অপপ্রচার চালিয়ে আমাকে এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা ও সম্মানহানি করার উদ্দেশ্যে, আমার ব্যবসা-বানিজ্য ধ্বংস করার অপচেষ্টায় এলাকার একটি কুচক্রী মহল আমার নামে নানান অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি প্রকাশিত এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিমালিকানাধীন জমি জোর করে দখল করে মাছ চাষ করা হচ্ছে, যার প্রতিবাদ করলে হত্যার ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না। সেই সাথে সরকারি খাসজমি দখল করাও কথাও উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে, প্রতিবেদনের সকল তথ্যই উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। বরং, আমার মাছ চাষ করা সবটুকু জমিই লিজে নেওয়া হয়েছে, যার প্রমাণ স্বরূপ সকল কাগজপত্র আমার কাছে আছে। এমনকি লিজ দেওয়া মালিকেরা যেকোনো সময় তাদের লিজ দেওয়ার স্বীকারোক্তি দিবেন বলে আশা করি। আমার বাড়িতে তথ্য নিতে আসা সাংবাদিকগনকে আমার লিজ নেওয়া জমির যাবতীয় তথ্য প্রমাণ দেখাতে চাইলে তারা দেখেননি।
এর পরেও আমাকে হয়রানি করার উদ্দেশ্যে অভিযোগকারীর নাম বিহীন একটি অভিযোগ পত্রের ভিত্তিতে আমার নামে মিথ্যা সংবাদ ছাপানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।



