খুলনা জেলা ডিবি কর্তৃক ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আসামী গ্রেফতার

0
85

আহছানুল আমীন জর্জ, খুলনা : ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ৭৯ (ঊনআশি) পিচ ইয়াবা ট্যাবলেট, দুইটি কালো রংয়ের মোবাইল চার্জার, ০৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল সহ ২জন আসামীকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, শেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১১/০৯/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন খুলনা – বাগেরহাট গামী মহাসড়কের কাজী সোবহান পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে জনৈক শাওন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১। মোঃ সুজন (৩২), পিং- মোঃ তৌহিদ সর্দার, মাতা- মোছাঃ ফাতেমা খাতুন, সাং- কাঠি, থানা ও জেলা- গোপালগঞ্জ, বর্তমানে- ৯নং ওয়ার্ড খালিশপুর, ফেয়ার ক্লিনিকের পিছনে মোঃ ইব্রাহীম আলী এর বাড়ীর ভাড়াটিয়া, কেএমপি, খুলনা, ২। মোঃ জাহিদুল ইসলাম(৩১), পিতা- মোঃ আহাদুল ইসলাম, মাতা- মোছাঃ নাজমা খাতুন, সাং- ২নং ক্রস রোড টুট পাড়া, ২৮ নং ওয়ার্ড, থানা- কোতয়ালি, কেএমপি, খুলনাদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে দুইটি কালো রংয়ের মোবাইল চার্জারের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত সর্বমোট ৭৯ (ঊনআশি) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেলসহ অত্র মামলার বাদী ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত উদ্ধার পূর্বক ১১/০৯/২০২০ তারিখ সন্ধ্যা ৬ টা ১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।