রামপালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

0
88

সুব্র ঢালী,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:  রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার ফয়লাহাটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। এ সময় বিভিন্ন দোকানে জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় এবং বিস্ফোরক লাইসেন্স না নিয়ে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রয়ের অপরাধে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারন ও ব্যাবসায়ীদের সচেতনতার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর আজ অভিযান পরিচালনা করেছি। সুতা, শাড়ী, রড সিমেন্ট, হার্ডওয়্যার, টিন এসব দোকানে আইন অনুযায়ী জরিমানা করেছি। এছাড়া বিস্ফোরক লাইসেন্স ব্যাতিরেকে অবৈধভাবে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রয়ের অপরাধে আকাশ ইলেকট্রনিক্স, তানভীর ইলোকট্রনিক্স, ভাই ভাই ট্রেডার্স এবং মামনি ইলেকট্রনিক্স সহ মোট ১২টি দোকানে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে গ্যাস বিক্রয় ব্যাবসায়ীদেরও তিনি দ্রুত বিস্ফোরক লাইসেন্স নিয়ে ব্যাবসা করার জন্য সতর্কবার্তা দিয়েছেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।