খুলনার আলোচিত স্কুল ছাত্র হৃদয় হত্যাকান্ডের অন্যতম আসামী গ্রেফতার

0
81

খুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত স্কুল ছাত্র হৃদয় হত্যাকান্ডের অন্যতম আসামী দৌলতপুর থানাধীন দক্ষিন কারিগর পাড়ার বাসিন্দা আব্দুল ওয়াদুদ ওরফে হায়দার সরদারের ছেলে মোঃ গোলাম রসুল (২১) কে ১০ সেপ্টেম্বর বৃহঃবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কারিগর পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে। রসুলকে গ্রেফতারের পর মামলার তদন্তকারী কর্মকর্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে রসুল হৃদয় হত্যাকান্ডে সরাসরি যুক্ত ছিলো বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেনকে জানায়।

উল্লেখ্য গত ২৮ আগস্ট বিকালে দৌলতপুর থানাধীন পাবলা কারিকর পাড়া মাহাতাপের ঘেরের পাশে মতির খালের কচুরি পানা ডোবা থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত ২৯ আগস্ট নিহতের মা মুর্শিদা (৩৮) বাদী হয়ে মোঃ কামরান বিশ্বাস (২০), মোঃ ইমন (২০), মোঃ হোসাইন (১৯), মোঃ ইব্রাহিম হাসান সোহাগ (২১), মোঃ হাসনাঈন আহম্মেদ দিহান (১৯), মোঃ হাসিবুর রহমান শান্ত (১৯) সহ ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামী ও হত্যাকান্ডের মূলহোতা কামরান বিশ্বাস ও কালু কসাইকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বর্তমান অবস্থা ও হত্যাকান্ডের সাথে জড়িত কামরান বিশ্বাস ও কালু কসাই কে গ্রেফতারের ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন বলেন, আমি আশাবাদী রসুলের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে কামরান, কালু সহ হত্যার সাথে জড়িত আসামীদের অচিরেই গ্রেফতার করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, হত্যার মূল রহস্য উম্মোচনের জন্য চলমান তদন্ত অব্যহত আছে।