করোনায় পাবনা বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যু

0
98

মামুনুর রহমান পাবনা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি–রাজিউন)। মহান স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক, জাতির পিতার স্নেহধন্য সাবেক ছাত্রনেতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারি শহীদ বুলবুল ছাত্রসংসদের সাবেক ভিপি, বেড়া উপজেলার পর পর দু’বার নির্বাচিত চেয়ারম্যান, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক

। বাংলাদেশ স্বাধীন হবার ২ মাস ১০ দিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬ ফেব্রুয়ারি পাবনা সফরে আসেন । ঐ দিন বেড়া উপজেলার নগরবাড়ীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ( মুজিব বাঁধ) এর ভিত্তি স্থাপন করলেন। হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখলেন।

সেদিন বঙ্গবন্ধু বক্তব্যে বীরাঙ্গনাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমার মেয়ে। এখন থেকে তোমরা পিতা হিসেবে আমার নাম লেখবে। তোমাদের সম্মান হবে সবার উপরে।আর ওই ঐতিহাসিক জনসভা সঞ্চালনা করেছিলেন প্রয়াত আব্দুল কাদের ভাই। তাঁর মৃত্যুতে বেড়াসহ পুরো পাবনায় শোকের ছায়া বিরাজ করছে।