ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্বার

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের নাম ইউসুফ আলী(৬৫) সে উপজেলার দত্তপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে।

সোমবার (২৩ জুন) সকালে ঈশ্বরগঞ্জ পৌরসভা অফিসের সামনে রেললাইনের পাশ থেকে ইউসুফ আলীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি পৌরসভার দত্তপাড়া গ্রামে। এলাকাবাসীর ধারণা ট্রেণের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় ইউসুফ আলীর দাঁতগুলো ভাঙা এবং মুখ রক্তাক্ত দেখা যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান বলেন, ‘লাশের পাশে কচুর লতি পড়ে থাকতে দেখা যায়। ইউসুফ আলীর পরিবারের দেওয়া তথ্যমতে সে লতি তুলে বাজারে প্রায়ই বিক্রি করতো। কচুর লতি তোলার সময় ট্রেণের ধাক্কায় হয়তো তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এটি জিআরপি’র( গভ.রেলওয়ে পুলিশ) বিষয়। তাঁরা এসে ব্যবস্থা নিবে,আমরা শুধু সহযোগিতা করবো’।

এই বিভাগের আরও সংবাদ