নীলফামারী

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে শহীদ পরিবারের মানববন্ধন

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা।

রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

মানববন্ধনের পুরোটা সময়জুড়ে ছিল শোক, ক্ষোভ আর প্রতিশোধের আকুতি। অংশগ্রহণকারীদের চোখেমুখে ফুটে উঠেছিল প্রিয়জন হারানোর বেদনা, বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস।

মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহীদের পরিবারগুলো আজও বিচার পায়নি, বরং ভয় আর শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।’

শহীদ আতিকের ছোট ভাই আব্দুল ওয়াদুদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “২০১৩ সালে রামগঞ্জের ট্রাজেডির ঘটনায় আসাদুজ্জামান নূর সত্য-মিথ্যা যাচাই না করেই বিনা অপরাধে আমার দুইটি ভাইকে শহীদ আতিক ও শহীদ মুহিদুল ভাইকে তারা হত্যা করেছে। আমার দুই ভাইয়ের বিরুদ্ধে তো কোন মামলা ছিলো না, তারা তো কোন আসামি ছিলো না। তার পরেও কেন তাদের ধরে নিয়ে গুম করে হত্যা করা হলো।”

বিচার ব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, “আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহীদের পরিবারগুলো আজও বিচার পায়নি। এই কি আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থা? আমরা বিচার চাই, প্রতিশোধ নয়। কিন্তু বিচার না পেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, এডভোকেট আনিছুর রহমান আজাদ সহ শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, “নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে, তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবী জানায়।”

এই বিভাগের আরও সংবাদ