পঞ্চগড়

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন

আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি :বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি খড়ের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১:১০ মিনিটের দিকে, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়ির সংলগ্ন একটি ধানের খড় ও খড়ি রাখার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সরজমিনে গিয়ে দেখা যায়, তার মূল বাড়ির কোন ক্ষয়ক্ষতি হয় নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি দমকল বাহিনী। সাদ্দাম হোসেনের বড় ভাই প্রিন্স গনমাধ্যম কর্মীদের জানান, তার পরিবারের সদস্যরা কোনভাবে জীবন রক্ষা পেয়েছে।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, মধ্য রাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশিরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো তারা না আসলে আগুন আমাদের থাকার ঘরেও লাগে ছাই করে দিতো। আমার স্বামী ৩ বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। যদি আগুন থাকার ঘরে লাগতো, তাহলে অসুস্থ মানুষটা কে বের করে নিয়ে আসা হয়তো আসম্ভব হয়ে পড়তো। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই এই অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে কারা কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক। আমার চার মাস বয়সী নাতি-নাতনী নিয়ে খুবই দুঃশ্চিন্তায় আছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button