পাবনা
মৃত্যুদণ্ড থেকে খালাস, আরো ৫ বিএনপি নেতা কারামুক্ত


মামুনুর রহমান, সিনিয়র রিপোর্টার, পাবনা: রাজশাহী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু,পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।
এছাড়া পাবনা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। গতকাল পাবনা কারাগার থেকে জাকারিয়া পিন্টু খালাস প্রাপ্ত হন।
এসময় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান এবং গাড়ি বহর নিয়ে ঈশ্বরদীর পথে রওয়ানা হন।