পাবনা

মৃত্যুদণ্ড থেকে খালাস, আরো ৫ বিএনপি নেতা কারামুক্ত

মামুনুর রহমান, সিনিয়র রিপোর্টার, পাবনা: রাজশাহী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু,পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।

এছাড়া পাবনা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। গতকাল পাবনা কারাগার থেকে জাকারিয়া পিন্টু খালাস প্রাপ্ত হন।

এসময় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান এবং গাড়ি বহর নিয়ে ঈশ্বরদীর পথে রওয়ানা হন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button