জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মামুনুর রহমান, সিনিয়র রিপোর্টার: ১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে সারাদেশে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরি ধারাবাহিকতায় পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দেয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪ ঘটিকার সময় ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া পিন্টুর নিজস্ব কার্যালয় জাকারিয়া এন্টার প্রাইজে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রেলগেট মসজিদের পেশ ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান, প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নান্নু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান স্বপন,পৌরবিএনপির যুগ্ন আহ্বায়ক আবুসাইদ লিটন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনামনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ফারুক ফরাজি, সলিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নাজমুল হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নাজমুল হাসান রিসাদ সহ আরো অনেকে।