যশোর

শার্শায় দিনব্যাপি তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ “এসো দেশ বদলাই”পৃথিবী বদলাই” এই পতিপাদ্যে যশোরের শার্শায় দিনব্যাপী তারুণ্যের পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত শার্শা উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার যশোরের উপ- পরিচালক রফিকুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এ উৎসবে গ্রাম বাংলায় বিলুপ্ত হওয়া হরেক রকম পিঠা যেমন, দুধপুলি পিঠা,নকসি পিঠা,জামাইবরণ পিঠা,,জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে ছিলো শতাধিক প্রকার পিঠার সমাহর। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে এ উৎসবে দুর দুরান্ত থেকে ছুটে আসেন পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমিয়েছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button