মেসির প্রস্তাব ‘না’ করে দিয়েছে বার্সা

0
92

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ব্যপারটা দাঁড়িয়েছে বার্সা বনাম মেসিতে। সমঝোতা আদৌ হয়নি দু’পক্ষের বরং উত্তাল সম্পর্কের দিকেই এগুচ্ছে। মেসি যদি বার্সা ছাড়তে হয় তবে ৭০০ মিলিয়ন ইউরো বুঝে পেতে চায় বার্সেলোনা। এছাড়া মেসিকে কোনোভাবেই ছাড়তে চায় না স্প্যানিশ ক্লাবটি।

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, সংকট নিরসনে সমঝোতার জন্য লিওনেল মেসি বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন, সেটা ‘না’ করে দিয়েছে বার্সেলোনা। মেসির প্রস্তাব প্রত্যাখ্যান করায় সম্পর্ক আরও বৈরি হবার আশঙ্কা করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

আরেকটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিলে, দীর্ঘ সময়ের জন্য বার্সেলোনার সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। শুধু আইনি লড়াই নয়, কোনো বৈরি সম্পর্কেও জড়াতে চান না তিনি। তাই নিয়ম মেনে বিনামূল্যে ক্লাব ছাড়তে আলোচনা করতে বোর্ড কর্ম-কর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মেসি।

এদিকে আগামী সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। তার আগে নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে খেলোয়াড়দের। ভক্তকুলের অপেক্ষা, মেসি হয়তো এদিনই সব পরিষ্কার করে দেবন, তিনি থাকছেন কী থাকছেন না বার্সায়।