জামালপুরে ২৪ঘন্টায় ২৩জন করোনায় আক্রান্ত,সর্বমোট শনাক্ত ১২৯১জন

0
77

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৫ আগস্ট ২০২০ জামালপুর জেলায় আরও ২৩জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর- ১৫ জন, মাদারগঞ্জ- ১ জন, সরিষাবাড়ী- ৩ জন, বকশীগঞ্জ- ৪জন । জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছে। জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১২৯১জন ।এর মধ্যে সদর ৬১৯জন, মেলান্দহ ১০৫, মাদারগঞ্জ ৭৫, ইসলামপুর ১৭৫, সরিষাবাড়ী ১৪৬, দেওয়ানগঞ্জ ৪৯, বকশীগঞ্জ ১২২)।

সর্বশেষ সুস্থ ১৩ জন। এর মধ্যে হোম আইসোলেশনে-সদরে ১৩জন। সর্বমোট সুস্থ ৯৭২ জন। সদরে ৪০৮, মেলান্দহ ৯৭, মাদারগঞ্জ ৬১, ইসলামপুর ১৬২, সরিষাবাড়ী ১১৩, দেওয়ানগঞ্জ ৪২, বকশীগঞ্জ ১০২জন।
সর্বশেষ মৃত্যু ১ জন। সর্বমোট মৃত্যু ২১ জন। তার মধ্যে চিকিৎসাধীন ১৫ জন – সদর ৫, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৫ ও মাদারগঞ্জ ২

মৃতের নমুনায় ৬ জন – ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১, সরিষাবাড়ী ১জন।
মোট রেফার্ড ২৬ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১৪৯ টি।
মোট নমুনা সংগ্রহ ১১০৪৯ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ১৬০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১৬০ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১১ জন এবং ছাড়পত্র ২২৬ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৫২ জন এবং ছাড়পত্র ৭৫৩ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।