তাহিরপুরে শিশু সুরক্ষা, যৌন শোষণ প্রতিরোধ ও হয়রানি বিষয়ে কর্মশালা অনুষ্টিত

0
82

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধিঃ অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) আয়োজনে রিকল ২০২১ প্রকল্প।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলন ও অর বিন্দু দাসের সঞ্চালনায় উপজেলার স্যানক্রেড ওয়েফেয়ার ফাউন্ডেশনের সিবিও সদস্যদের নিয়ে দিন ব্যাপী শিশু সুরক্ষা,যৌন শোষন প্রতিরোদ ও হয়রানি বিষয়ে সচেতন মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন,স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলন ও অর বিন্দু দাস,সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।