শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান

0
84

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে শ্রীলঙ্কা সফরে টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সাবেক কিউই ব্যাটসম্যান শ্রীলঙ্কায় টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকান কোচ নিল ম্যাকেঞ্জি কদিন আগেই টাইগারদের দায়িত্ব ছেড়েছেন। করোনা পরিস্থিতি পারিবারিক কারণ দেখিয়ে আপাতত কাজ না করার কথা জানান তিনি। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান টাইগারদের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ব্যাটিং কোচ ছিলেন। তবে পরে লাল বলেও কাজ করতে সম্মান হন এবং ভারতের বিপক্ষে সিরিজে সেই দায়িত্বও সামলেছেন।

ম্যাকেঞ্জি দায়িত্ব ছাড়ার পর থেকেই নতুন ব্যাটিং কোচের সিদ্ধান্তে ছিল বিসিবি। সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতি অনুসারে ক্রেইগ ম্যাকমিলানকে আপাতত শ্রীলঙ্কা সফরের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে।

ম্যাকমিলানের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ। নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এক দশক (১৯৯৭-২০০৭)। তিন ফরম্যাট মিলে তার রান ৮ হাজারের ওপরে।

খেলা ছাড়ার পর কোচ হিসেবে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। ২০১৪-২০১৯ পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাব, নিউজিল্যান্ডের ঘরোয়া দল ক্যান্টারবুরি, কাউন্টি দল মিডলসেক্সেও কোচিংয়ের অভিজ্ঞ রয়েছে ৪৩ বছর বয়সীর।

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে টাইগারদের সিরিজ পূর্ব প্রস্তুতির বড় অংশই হবে শ্রীলঙ্কায়। সেপ্টেম্বরের শেষ দিকে দ্বীপ দেশটিকে পাড়ি দেবেন মুমিনুল হকরা।