খুলনার হাসিব হত্যা মামলার আসামীদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

0
198

আহছানুল আমীন জর্জ, খুলনা : ২১ আগস্ট খুলনার খালিশপুরের হাসিব হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ সাকিব শেখ(২২) এবং সন্দিগ্ধ আসামী নাইমুর রহমান ফাহিম(২০) দ্বয়কে বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ মহানগর ম্যাজিট্রেট জনাব তরিকুল ইসলামের নিকট ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে এবং অপর এজাহার নামীয় আসামী মোঃ তুষার(২৬) ও মোঃ মুহিত মোস্তাসির ইথুন(১৮) দ্বয়কে বিজ্ঞ আদালত ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

কেএমপি এর সিটি স্পেশাল ব্রাঞ্চের এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০/০৮/২০২০ খ্রিঃ তারিখ রাত্রে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর হাউজিং এলাকা থেকে খালিশপুর থানার মামলা নং-১৭, তাং-২০/০৮/২০২০ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পিসি এর এজাহার নামীয় ০৬ নং আসামী মোঃ সাকিব শেখ(২২), পিতা-নাজমুল শেখ, সাং-তিলছাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি-পিপলস্ ৫ম তলা নতুন কলোনী, থানা-খালিশপুর, জেলা-খুলনা, ০৭ নং আসামী মোঃ মুহিত মোস্তাসির ইথুন(১৮), পিতা-মৃতঃ আব্দুল কাদের, সাং-দহর শঙ্কর, থানা-রাজাপুর জেলা-ঝালকাঠি, এ/পি-পৌর সভার মোড়, রোড নং-১৩ বাসা নং-এ/২৬, থানা-খালিশপুর, জেলা-খুলনা, ০৮ নং আসামী মোঃ তুষার(২৬), পিতা-গোলাম মোস্তফা, সাং-হাউজিং নতুন কলোনী, রোড নং-১২, এন,এফ-৭১, তাহেরা বেগমের বাড়ী, থানা-খালিশপুর, জেলা-খুলনা এবং সন্দিগ্ধ আসামী নাইমুর রহমান ফাহিম(২০), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-পূর্ব ফতেরপুর, থানা-করিবহাট, জেলা-নোয়াখালী, এ/পি-পিপলস্ ৫ম তলা ফ্যামিলী কোয়াটার ২য় নং বিল্ডিং, সি/৮, থানা-খালিশপুর, জেলা-খুলনাদের কে গ্রেফতার করা হয়।