দুর্গাপুরে এক রাতেই পাঁচ ট্রান্সফর্মার চুরি

0
88

রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের ৫টি ট্রান্সফর্মার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (২৪ মে) গভীর রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়ার দিন রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। রবিবার দুপুরে কৃষকরা এমটাই জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের।

ট্রান্সফর্মার গুলো হারিয়াউন্দ গ্রামের আব্দুর রশিদ ও হোসাইন আহমেদ এবং নলজোড়া গ্রামের এমএ জিন্নাহ, তৌফিক আহমেদ ও আবুল কাশেম এর ফসলী জমি থেকে চুরি হয়ে যায়। এ ট্রান্সফর্মার গুলো চুরি হওয়ার ফলে দুই ইউনিয়নের প্রায় ৩৫০জন কৃষকের আমন বীজতলায় সেচের পানি দেয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা দুঃচিন্তায় রয়েছেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়,প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত ৮ মাসে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরও ৫টি নিয়ে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

এ নিয়ে কৃষক আব্দুর রশিদ বলেন, শুধু আমাদের গ্রাম নয় আশা-পাশের এলাকার প্রায়ই ফসলী জমি থেকে ট্রান্সফর্মার চুরি হওয়ার ঘটনা ঘটছে। রাতের যে সময়ে এই ট্রান্সফর্মার গুলো চুরি ওই সময় এলাকায় বিদ্যুৎ থাকে না। আমরা মনে করি এই চুরির সাথে বিদ্যুৎ বিভাগও জড়িত থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দিবো।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি আমরা।