গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

0
57

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেড় বছর বয়সী এক শিশু বালতির পানিতে পড়ে মারা গেছে। নিহত হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়ার মেয়ে ছামিরা আক্তার (৩)। শনিবার (২৫ মে) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ছমিরা আক্তার বাড়ীর সামনে খেলছিলৈ এরই মধ্যে সবার অজান্তে বাড়ির টিউবওয়েল সংলগ্ন বালতির পানিতে ডুবে সামিরা মারা যায়।এ বিষয়েচি নিশ্চিত করেন শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন আকন্দ ।