দুর্গাপুরে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

0
112

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জরিমানা করা হয়েছে মো. উজ্জ্বল মিয়াকে। তাঁর বাড়ি পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলায়।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান জানান,ফসলি জমি থেকে বালু উত্তোলন করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উজ্জ্বল মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন,‘ফসলি জমি থেকে মাটি বা বালু উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে উজ্জ্বল মিয়াকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।